গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাকিব হাসান, গলাচিপা॥ পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব গাছের চারা বিতরণের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।